আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ২ টি হ্যাকিং সিনেমা শেয়ার করব।যা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন,শিখতে পারবেন,জানতে পারবেন।
প্রথম সিনেমাটিঃ DELETE
এই সিনেমাতে দেখানো হয়েছে একটি হ্যাকার ছেলে ও একজন সাংবাদিকার হ্যাকিং কাহিনী।
(হ্যাকারঃ ছেলেটি)
এই সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘন্টা ৪৫ মিনিট।
সিনেমাটি দেখতে ক্লিক করুন
সিনেমাটি ২ সিরিজের। মুক্তি ( ২০১২-১৩)
এই সিনেমাকে আপনি সেরা নাও বলতে পারেন।
তবে একজন হ্যাকারের কাছে এ সিনেমাটি খুবই ভালো লাগতে পারে।
দ্বিতীয় সিনামিটি হ্যাকার
এই সিনামিটিতে দেখানো হয়েছে একটি ছেলে কীভাবে অনলাইন থেকে আয় করে জমিয়ে জমিয়ে তাদের বাড়ি ভাড়া দেয়।তারপর আস্তে আস্তে সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ে। ডার্কওয়েব থেকে বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্র নিয়ে বিক্রি করতে থাকে।ব্যাংক থেকে ২ মিলিয়ন ডলার হ্যাক করে নিয়ে নেয়।
মূলকথাঃ সিনামিটি অসাধারন। হ্যাকার সিনেমার মধ্যে অন্যতম। আমি ব্যক্তিগত ভাবে রেটিং পয়েন্ট ৫ দিব। সিনেমাটি এতই সুন্দর যে, যদি রেটিং পয়েন্ট ১০০ থাকত, আমি ১০০ ই দিতাম।
ভবিষ্যতে হ্যাকিং বিষয়ক অনেক পোস্ট করব ইনশাআল্লাহ।
ধন্যবাদ।