আসসালামু আলাইকুম, কি খবর সবার? নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সেএ।
তো এই পবিত্র রমজান মাসে আপনাকে একটু খুশী করার জন্য, দারুন একটি জিনিস শেয়ার করতে চলে আসলাম।
তো আজাইরা কথা না বলে চলুন মূল পোস্টে চলে যাওয়া যাক।
তো আপনাদের যাদের রবি সিম আছে তারা চাইলেই খুব সহজে রবির অফিশিয়াল একটি অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে ৩৫ টাকা ফ্রি পেতে পারেন প্রতিটি সিমের জন্য।
একটু অবাক হলেও আমি এটাই আজকে আপনাদেরকে দেখাবো।
তবে এই ৩৫ টাকা পাওয়ার জন্য ঘাপলা আছে রবি আলফা একটি ক্যাম্পেইন চলছে। যেখানে 05/04/2022 হতে 30/04/2022 এর মধ্যে যে কারও রেফারেল কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে রাখলেই।
০৫/৫/২০২২ এর মধ্যে তার ওই অ্যাকাউন্টে ৩৫ টাকা জমা হয়ে যাবে।
এর মানে হলো এখন আপনি আপনার যতগুলো রবি সিম আছে প্রত্যেকটিতে অ্যাকাউন্ট খুলে রাখবেন।
আর সামনের মাসের ৫ তারিখে দেখবেন প্রত্যেকটি রবি আলফা একাউন্টে ৩৫ টাকা করে জমা হয়ে গেছে।
তো যাদের ধৈর্য শক্তি অনেক ভালো তারা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। অন্যথায় জোর করব না
তো এবার চলুন দেখি কিভাবে অ্যাকাউন্টটি তৈরি করে রাখতে হয়। যদিও এটি খুবই সোজা বাচ্চা ছেলেরাও পারে তারপরও আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম।
বিঃদ্রঃ পোস্ট সম্পূর্ণ না পড়লে ফ্রিতে ৩৫ টাকা নাও পেতে পারেন। তাই সম্পূর্ণ পোস্ট ফলো করুন।
তো ৩৫ টাকা ফ্রিতে পেতে হলে আপনাকে সর্ব প্রথম যে কাজটি করতে হবে।
গুগল প্লে স্টোর থেকে রবি আলফা নামে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
অত কষ্ট করতে না চাইলে https://play.google.com/store/apps/details?id=com.robialpha.android এই লিংকে ক্লিক করে সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড করা হয়ে গেলে, এবার আপনার কাজ হচ্ছে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করা, যেটা খুবই সহজ।
অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার রবি আলফা অ্যাপ টি ওপেন করুন।
ওপেন করা হয়ে গেলে সর্বপ্রথম আপনি ক্লিক করুন *ক্রিয়েট একাউন্ট* এ।
এবার আপনার রবি নাম্বারটি খালি বক্সের মধ্যে দিন! তারপর গেট ওটি পি তে ক্লিক করুন।
এবার আপনার ঐ রবি নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে।
যে কোডটি আপনার ফোনের ম্যাসেজ অপশনের ইনবক্সে পেয়ে যাবেন।
তো ওই কোডটি ইন্টার করে সাবমিট বাটনে ক্লিক করুন।
এবার একে একে-
আপনার নাম- ********
আপনার জেন্ডার- মেল অর ফিমেল।
আপনার জন্ম তারিখ- *****
আপনার এড্রেস- ******
রেফারেল কোড- 8r4plx
আর রেফারেল কোড অপশনে অবশ্যই
ব্যাস হয়ে গেল আপনার রবি আলফা একাউন্ট
এবার শুধুই অপেক্ষা যেমনটা তারা প্রমিস করেছে আগামী ৫ তারিখের মধ্যে অবশ্যই আপনার ব্যালেন্সে ৩৫ টাকা যোগ হয়ে যাবে।
আর এটা রবির অফিশিয়াল অ্যাপ তাই একদম নিশ্চিত আপনি টাকা আপনার একাউন্টে পাবেন কোন সন্দেহ নাই
ও হ্যাঁ আরেকটা কথা- আপনি প্রথম একাউন্ট করার পর আপনার নিজের একটি রেফারেল কোড পাবেন।
ওই কোডটি যদি আপনি ব্যবহার করে অন্য নতুন নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করেন তাহলে ৩৫ প্লাস ৩৫ টাকা ২ একাউন্টে ই আগামী ৫ তারিখের মধ্যে পেয়ে যাবেন।
দারুন একটি সুযোগ আপনার জন্য হাতছাড়া কইরেন না।
বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে সুন্দর করে বললেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বাজে মন্তব্য কইরেন না ভাই রমজান মাস
আর বিশেষ কোন দরকার হলে ফেসবুকে আমার সঙ্গে কন্টাক করতে পারেন- লিংক: https://m.me/pranto0190
আজকের মত এ পর্যন্তই আল্লাহ হাফেজ
2 months ago (April 7, 2022) | Thank you |